ঈশ্বরকে জানার প্রসঙ্গে

বাক্য দেহে আবির্ভূত হল, খণ্ড ২

ঈশ্বরকে জানার প্রসঙ্গে

ঈশ্বরকে জানার প্রসঙ্গে, অর্থাৎ বাক্য দেহে আবির্ভূত হল-র দ্বিতীয় খণ্ডতে রয়েছে ঈশ্বরের আবির্ভাব ও তাঁর কার্য-র পরবর্তীকালীন সময়ে সকল মানুষের উদ্দেশ্যে সর্বশক্তিমান ঈশ্বর, অন্তিম সময়ের খ্রীষ্টের উচ্চারণসমূহ। বিবিধ সত্যের বিষয়ে ঈশ্বর বিশদে ব্যাখ্যা করেছেন, যেমন পৃথিবী সৃষ্টির পর থেকে তাঁর সম্পাদিত কার্য, তাঁর ইচ্ছা ও সেই ঈচ্ছার মাধ্যমে ব্যক্ত মানবজাতির কাছে তাঁর প্রত্যাশাসমূহ, এবং ঈশ্বরের কার্যের মাধ্যমে তাঁর যাকিছু আছে ও তিনি যা সেসবের উচ্ছ্বসিত প্রকাশ, সেইসাথে তাঁর ন্যায়পরায়ণতা, তাঁর কর্তৃত্ব, তাঁর পবিত্রতা, এবং এই সত্য যে তিনিই সমস্তকিছুর জীবনের উৎস। এই বইখানি পাঠ করার পর, প্রকৃত ঈশ্বর-বিশ্বাসী মানুষরা নিশ্চিত হতে সক্ষম হবে যে যিনি এই কার্য সম্পাদন করতে পারেন ও এই স্বভাবগুলির প্রকাশ ঘটাতে পারেন তিনিই সেই অদ্বিতীয় যিনি সমস্তকিছুর উপর সার্বভৌম, এবং সেইসাথে তারা ঈশ্বরের পরিচয়, তাঁর মর্যাদা, ও তাঁর সারসত্যের বিষয়ে সত্যিকারের অবহিত হতে পারবে, এবং এইভাবে নিশ্চিত হতে পারবে যে অন্তিম সময়ের খ্রীষ্ট, সর্বশক্তিমান ঈশ্বর, হলেন স্বয়ং অনন্য ঈশ্বর।

অন্তিম সময়ের খ্রীষ্টের উচ্চারণসমূহ

ডাউনলোড করুন

Connect with us on Messenger