অধ্যায় ৬৬

আমার কার্য এই পর্যায় পর্যন্ত বজায় থেকেছে এবং, এর সবটুকুই আমার হস্তের প্রাজ্ঞ আয়োজনসমূহের অনুসরণ করেছে, এবং এটা আমার একটা বড় সাফল্য। মানবজাতির মধ্যে কে এই কাজ করতে পারে? ব্যাপারটা কি এই নয় যে পরিবর্তে মানুষ শুধু আমার ব্যবস্থাপনায় বাধাই দেয়? যাইহোক, তোমার এটা জানা দরকার যে আমার পরিবর্তে আমার কাজ অন্য কেউই করতে পারে না, বাধা দেওয়া তো দূরের কথা, কারণ আমি যা বলি বা করি তা কোনো একজন মানুষও বলতে বা করতে পারে না। ব্যাপারটা এইরকম হলেও মানুষ এখনও আমাকে জানে না, যে আমি প্রাজ্ঞ, সর্বশক্তিমান ঈশ্বর! বাহ্যিক ভাবে তোমরা প্রকাশ্যে আমাকে অমান্য করার সাহস দেখাবে না, কিন্তু হৃদয়ে ও মনে তোমরা আমার বিরুদ্ধে দাঁড়াবে। নির্বোধগণ! তোমরা কি জানো না যে আমিই সেই ঈশ্বর যিনি মানুষের হৃদয়ের অন্তঃস্থলকে নজর করেন। তুমি কি জানো না যে আমি তোমার প্রতিটা কথা ও কাজের উপর লক্ষ্য রাখি? এই কথাই তোমাদের বলি: আমার ওষ্ঠ থেকে আর কোনোদিন মধুর বাক্য নির্গত হবে না। পরিবর্তে আমার সমস্ত বাক্য হবে কঠোর বিচারের, সেগুলো তোমরা সহ্য করতে পারো কিনা সেটা আমি দেখব। এখন থেকে যাদের হৃদয় আমার নিকটে নেই – অর্থাৎ আমার প্রতি আন্তরিক ভালোবাসা যাদের নেই – তারা হল সেইসব ব্যক্তি যারা প্রকাশ্যে আমায় অমান্য করে।

আজ পবিত্র আত্মার কর্ম এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে আগেকার কোনো পদ্ধতিই আর ব্যবহৃত হবে না; পরিবর্তে একটি নতুন পদ্ধতি রূপায়িত হচ্ছে। যারা আমার সঙ্গে ইতিবাচক ভাবে সহযোগিতা করে না তারা সক্রিয় ভাবে মৃতস্থানে, মৃত্যুর এক অতল গহ্বরে পতিত হবে (এবং এই সমস্ত লোক অনন্ত নরকবাস করবে)। নতুন পদ্ধতিটি হল এইরূপ: তোমার হৃদয় ও মন যদি সঠিক না হয় তাহলে অবিলম্বে আমার বিচার তোমার উপর নেমে আসবে। এর মধ্যে রয়েছে এই জগৎ, ধনসম্পত্তি, তোমার পরিবার, স্বামী, স্ত্রী, সন্তান, পিতা-মাতা, পান-ভোজন, পোশাক-পরিচ্ছদ ও অন্যান্য যে বস্তু আধ্যাত্মিক ক্ষেত্রের অঙ্গ নয় সেগুলির প্রতি আসক্তি। সন্তদের আলোকপ্রাপ্তি আরো বেশি প্রতীয়মান হয়ে উঠবে; অর্থাৎ, জীবনের অনুভূতি আরো বেশি স্পষ্ট হয়ে উঠবে, এবং তা হবে নিরন্তর গতিময়। যে ব্যক্তি সামান্যতম বাধা দেওয়ার চেষ্টা করবে তার ভয়াবহ পতন ঘটবে এবং জীবনের ময়দানে সে অনেক পিছিয়ে পড়বে। যারা নিষ্পৃহ, যারা ভক্তি সহকারে অন্বেষণ করে না, তাদের আমি পুরোপুরি পরিত্যাগ করব, কোনো ব্যতিক্রম ছাড়াই আমি তাদের উপেক্ষা করব। তাদের এক হাজার বছরের জন্য বিপর্যয়ের মধ্যে ফেলে নিস্তেজ করে দেওয়া হবে। আর যারা অত্যন্ত উদ্দীপনার সঙ্গে অন্বেষণ করে – অর্থাৎ, যারা নিয়ত বিঘ্ন ঘটিয়ে চলেছে – আমি তাদের অজ্ঞতা দূর করে তাদের আমার প্রতি অনুগত করে তুলব। উপরন্তু, তারা প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা অর্জন করবে এবং তার ফলে গভীরতর বিশ্বাস নিয়ে অন্বেষণ চালাতে পারবে। আমি আমার প্রথমজাত পুত্রদের সকলের উপর দ্বিগুণ আশীর্বাদ বর্ষণ করি, এবং আমার ভালোবাসা নিরন্তর তোমাদের উপর বর্ষিত হয়। আমি সবসময় তোমাদের দেখভাল করি, তোমাদের সুরক্ষা প্রদান করি, এবং আমি কোনোমতেই তোমাদের শয়তানের ফাঁদে পড়তে দেব না। সমস্ত মানুষের মধ্যে আমি আমার কাজের সূচনা করেছি; অর্থাৎ, আমি আরেকটি কর্মসূচি যোগ করেছি। এরা হল সেইসব মানুষ যারা খ্রীষ্টকে এক হাজার বছর ধরে সেবা প্রদান করবে এবং বিপুল সংখ্যক মানুষ আমার রাজ্যে এসে ভিড় করবে।

আমার পুত্রগণ, তোমাদের প্রশিক্ষণকে আরো জোরদার করতেই হবে। তোমাদের জন্য অনেক কাজ অপেক্ষা করছে, এই সমস্ত কাজ তোমাদের হাতে নিতে হবে এবং তা সম্পন্ন করতে হবে। আমি শুধু এই কামনা করি যে তোমরা ত্বরা করো এবং পরিণত হও, যাতে তোমাদের উপর আমি যে কর্মভার অর্পণ করেছি তা তোমরা সম্পন্ন করতে পারো। এটা তোমাদের পবিত্র দায়িত্ব, এবং এটা সেই কর্তব্য যা তোমাদের, অর্থাৎ যারা আমার প্রথমজাত পুত্র তাদের, দ্বারা সম্পন্ন হওয়া উচিত। পথের শেষ প্রান্তে পৌঁছনো না পর্যন্ত আমি তোমাদের সুরক্ষা দেব, এবং তোমরা যাতে চিরদিন আমার পাশে থেকে পরম সুখ উপভোগ করো সেজন্য আমি তোমাদের রক্ষা করব! তোমাদের মধ্যে প্রত্যেকের এই বিষয়টিতে অন্তর্দৃষ্টি থাকা উচিত যে তোমাদের নিখুঁত করে তোলার জন্যই আমি বহু বলিদান ও বহু পরিবেশ-পরিস্থিতির ব্যবস্থাপনা করেছি। তোমরা জানো এ সবই আমার আশীর্বাদ, জানো না কি? তোমরা সবাই আমার প্রিয়তম পুত্র। তোমরা যতদিন আমায় আন্তরিকভাবে ভালোবাসবে, ততদিন আমি তোমাদের কাউকেই পরিত্যাগ করব না – যদিও এটা নির্ভর করছে তোমরা আমার সঙ্গে সুসমঞ্জস ভাবে সহযোগিতা করতে পারো কিনা তার উপর।

পূর্ববর্তী:  অধ্যায় ৬৫

পরবর্তী:  অধ্যায় ৬৭

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Connect with us on Messenger