অন্তিম সময়ের খ্রীষ্টের উচ্চারণসমূহ

ঈশ্বরের ঘর থেকে বিচারের সূচনা হয়

এই বইটিতে যে নির্বাচিত অংশগুলি রয়েছে তা সবই সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা অন্তিম সময়ে তাঁর বিচারকার্য সম্পাদনের উদ্দেশ্যে অভিব্যক্ত বাক্য, এবং তা মূলত বাক্য দেহে আবির্ভূত হল, খণ্ড ১, ঈশ্বরের আবির্ভাব ও তাঁর কার্য শীর্ষক গ্রন্থ থেকে সংগৃহীত। এগুলি হল সেইসকল সত্য যা অন্তিম সময়ে ঈশ্বরের কার্য অন্বেষণ এবং অনুসন্ধানে রত প্রত্যেক ব্যক্তির অর্জন করা আশু প্রয়োজন। এইখানে সঙ্কলিত ঈশ্বরের অভিব্যক্তিগুলি হল পবিত্র আত্মার দ্বারা গির্জাগুলির প্রতি কথিত বাক্য, যেমন ভবিষ্যদ্বাণী করা রয়েছে প্রকাশিত বাক্যের গ্রন্থে। ঈশ্বরের এই বর্তমান বাক্যগুলি হল তাঁর আবির্ভাব এবং কার্যের সর্বোত্তম সাক্ষ্য, এবং সেইসাথে এগুলি এই বাস্তবিকতারও সর্বোত্তম সাক্ষ্য, যে খ্রীষ্টই হলেন সত্য, পথ ও জীবন। এই বইটির উদ্দেশ্য হল, যারা ঈশ্বরের আবির্ভাবের জন্য ব্যাকুল তাদের সকলকে যথাশীঘ্র সম্ভব তাঁর কণ্ঠস্বর শ্রবণ করতে সক্ষম করে তোলা। আমরা আশা করি, যারা প্রভুর আগমনের প্রতীক্ষারত এবং ঈশ্বরের আবির্ভাব ও কার্যের জন্য সোৎসাহে অপেক্ষমাণ, তারা সকলে এই বইটি পাঠ করতে সক্ষম হবে।

অন্তিম সময়ের খ্রীষ্টের উচ্চারণসমূহ

ডাউনলোড করুন

Connect with us on Messenger